খারাপ স্বপ্ন দেখলে যে আমল করবেন।
স্বপ্ন কি? বা স্বপ্ন কাকে বলে?
স্বপ্ন হল স্বাভাবিক একটি ব্যাপার। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে থাকে। এমন কি পশু পাখীরাও স্বপ্ন দেখে। মানুষ ঘুমের মাঝে কল্পনাতে যা কিছু দেখে তা স্বপ্ন।
স্বপ্ন কত প্রকার ও কি কি
স্বপ্ন তিন ধরণের হয়।
(০১)ভাল স্বপ্ন। যা মহান আল্লাহ্র পক্ষ থেকে আসে।
(০২)খারাপ স্বপ্ন। যা সাধারণত আসে শয়তানের পক্ষ থেকে।
(০৩)এই স্বপ্ন যা মানুষ অন্তরের চিন্তা-ভাবনার কারণে দেখে থাকে। অর্থাৎ আমরা যে বিষয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকি।
মানুষ খারাপ স্বপ্ন কেন দেখে?
আমরা বর্তমান সমাজের মানুষ প্রচুর পরিমাণে খারাপ স্বপ্ন দেখে থাকি। এর কারন হল আমরা প্রচুর পরিমাণে পাপ কাজে জড়িত। মানুষ যত বেশি পাপ কাজ করবে ঠিক তত বেশি খারাপ স্বপ্ন দেখবে।
ভালো স্বপ্ন দেখার দোয়া বা আমল। খারাপ স্বপ্ন না দেখার দোয়া বা আমল। খারাপ স্বপ্ন থেকে বাঁচার দোয়া।
ভালো স্বপ্ন দেখতে হলে ভালো ভালো চিন্তা করতে হবে। অন্তর পরিস্কার রাখতে হবে। আর মহান আল্লাহ্র কাছে দুয়া করতে হবে। আপনি যত বেশি মহান আল্লাহ্র দ্বীন পালন করবেন তত পরিমাণে ভালো স্বপ্ন দেখবেন। তাই বেশি বেশি আমল করুন আর পাপ কাজ বাদ দিন।
ভালো স্বপ্ন দেখলে করণীয়।
ভালো স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সে যেন মহান আল্লাহ্র শুকরিয়া আদায় করে। আর সে যাকে ভালবাসে তাকে বোলতে পারে। তা ছাড়া কাউকে বলবে না।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
সাহিহ বুখারী হাদিস নম্বরঃ ৬৯৮৪।আবু দাউদ হাদিস নম্বরঃ ৪৯৩৫।
খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলা যাবে কি
না বলা যাবে না। স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে জানতে চাইবেন না। কারন সপ্নের ব্যাখ্যা করা হলে তা বাস্তবায়িত হয়!
আমরা এই ভুলটি প্রই করে থাকি। কোন স্বপ্ন দেখলেই আমরা এর ব্যাখ্যা যার তার কাছে জানতে চাই। অথছ এটা হাদিশে নিষেধ।
খারাপ স্বপ্ন কি সত্যি হয়? বা খারাপ স্বপ্ন দেখলে কি হয়?
হ্যাঁ বাস্তবে ঘটতে পারে। হাদিসটি পড়ুন।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছেনঃ স্বপ্নের ব্যাখ্যা না করা পর্যন্ত তা উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত জিনিস সদৃশ। তার ব্যাখ্যা করা হলে তা ছিটকে পড়ে যায় (বাস্তবায়িত হয়)।
তিনি অরো বলেনঃ স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। তিনি (বর্ণনাকারী) বলেন, আমার মনে হয় তিনি আরো বলেছেনঃ সে যেন আমানতদার অথবা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী ব্যক্তি ব্যতীত কারো কাছে তা ব্যক্ত না করে। ইবনে মাজাহ অধ্যায় স্বপ্নের ব্যাখ্যা হাদিস নম্বরঃ ৩৯১৪। হাদিসের মান সহিহ।
খারাপ স্বপ্ন দেখলে করণীয় দোয়া। খারাপ স্বপ্ন দেখলে কি করবো
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখল যা সে অপছন্দ করে, তখন সে যেনএই কাজ গুলি করেঃ-
- তার বামদিকে তিনবার থু থু নিক্ষেপ করে।
- শয়তান এর চক্রান্ত থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় প্রার্থনা করে। আউজুবিল্লাহি মিনাস শাইতনির রজিম। সূরা আল-ফালাক ও সূরা আন-নাস পড়ে স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে।
- যে কাধে শুয়ে ছিল, তা থেকে যেন পার্শ্ব পরিবর্তন করে ঘুমায়।
- এবং কারো কাছে ঐ স্বপ্নের কথা বলবে না। কেননা এভাবে করলে এই খারাপ স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না।
সাহিহ বুখারী হাদিস নম্বরঃ ৬৯৮৪।আবু দাউদ হাদিস নম্বরঃ ৪৯৩৫।
খারাপ স্বপ্ন দেখলে দোয়া আরবি
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
আউজুবিল্লাহি মিনাস শাইতনির রজিম। সবসময় আরবি কোন দুয়া বা সুরা মুখস্ত করুন আরবি পড়ে বা শুনে। সরাসরি বাংলা উচ্চরন দেখে মুখস্থ করবেন না।
এই পোস্ট গুলি দেখুন, ভালো লাগবে