মা বাবাকে যাকাত দেওয়া যাবে ? ইসলামে পিতা মাতাকে যাকাত দেওয়া যাবে কি?
মা বাবার ভারন পোষণের দায়িত্ব সন্তানের উপর। যদিও বাবা মা গরীব হয়। স্ত্রীকে যাকাত দিতে পারবেন না। কারন মহান আল্লাহ তাদের ভারন-পোষণের দায়িত্ব আপনার উপর দিয়েছে।
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। সুরা লোক্বমান আয়াত নম্বর ১৪।
আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জন্য পীড়াপীড়ি করে, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দিব যা কিছু তোমরা করতে। সুরা আনকাবুত আয়াত নম্বর ০৮।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
"আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন পিতামাতার অবাধ্য হওয়া, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া এবং কারও প্রাপ্য আটক করে অন্যায়ভাবে কোন কিছু নেওয়াকে; আর তিনি তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন: অনর্থক বাক্য ব্যয়, অতিরিক্ত প্রশ্ন করা ও সম্পদ বিনষ্ট করাকে।
এটিও পড়ুন, ভালো লাগবেঃ-