স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে ?

হোম
0

 স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে ?  স্বামী কি স্ত্রীর কাছ থেকে যাকাত নিতে পারবে ? 

যাকাত হোল ইসলাম ধর্মে একটি ফরয বিধান। যাকাত সম্পর্কে সুরা বাকারা তে অনেক কথা বলা হয়েছে। ।একটি হাত একটি জারে 'যাকাত' লেবেল সহ কয়েন রাখছে। 'যাকাত' লেবেলযুক্ত জারে কয়েন রাখার সময় একটি হাত।  যাকাত' লেখা জারে কয়েন ঢালছে একটি হাত।  একটি হাত 'যাকাত' লেবেলযুক্ত জারে কয়েন প্রবাহিত করছে।  যাকাত' লেবেল সহ একটি জারে কয়েন রাখছে একটি হাত।

এই বিষয়ে ইসলাম ধর্ম কি বলে জেনে নেই। আমরা যারা মুসলিম বলে থাকি তারা অধিকাংশ মানুষ জানিনা ইসলাম ধর্ম সম্পর্কে। কিন্তু হাদিস বলে প্রত্যেক মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরয। তাই আসুন আমরা বেশি বেশি কুরআন ও হাদিস পড়ি।  

স্বামী যদি গরীব হয় তাহলে যাকাত দিতে পারবে। কোন সমস্যা নেই। হাদিসটি পড়ুন

আবদুল্লাহ (ইবনু মাসউদ) (রাঃ) এর স্ত্রী যায়নাব (রাঃ) থেকে বর্ণিত, (রাবী আ’মাশ (রহঃ) বলেন,) আমি ইবরাহীম (রহঃ) এর সাথে এ হাদীসের আলোচনা করলে তিনি আবূ ’উবায়দা সূত্রে ’আমর ইবনু হারিস (রহঃ) এর মাধ্যমে ’আবদুল্লাহ (রাঃ) এর স্ত্রী যায়নাব (রাঃ) থেকে হুবহু বর্ণনা করেন। তিনি [যায়নাব (রাঃ)] বলেন, আমি মসজিদে ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম তিনি বলছেনঃ তোমরা সাদকা দাও যদিও তোমাদের অলংকার থেকে হয়। যায়নাব (রাঃ) ’আবদুল্লাহ (রাঃ) ও তাঁর পোষ্য ইয়াতীমের প্রতি খরচ করতেন। তখন তিনি আবদুল্লাহকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জেনে এসো যে, তোমার প্রতি এবং আমার পোষ্য ইয়াতীমদের প্রতি খরচ করলে আমার পক্ষ থেকে সা’দকা আদায় হবে কি? তিনি [ইবনু মাস’উদ (রাঃ)] বললেন, বরং তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জেনে এসো।

এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলাম। তাঁর দরজায় আরো একজন আনসারী মহিলাকে দেখলাম, তার প্রয়োজনও আমার প্রয়োজনের অনুরূপ। তখন বিলাল (রাঃ) কে আমাদের পাশ দিয়ে যেতে দেখে বললাম, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করুন, স্বামী ও আপন (পোষ্য) ইয়াতীমের প্রতি সাদকা করলে কি আমার পক্ষ থেকে তা যথেষ্ট হবে? এবং এ কথাও বলেছিলাম যে, আমাদের কথা জানাবেন না। তিনি প্রবেশ করে তাঁকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কে? বিলাল (রাঃ) বললেন যায়নাব। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কোন যায়নাব? তিনি উত্তর দিলেন, ’আবদুল্লাহর স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য দু’টি সাওয়াব রয়েছে, আত্মীয়কে দেওয়ার সাওয়াব আর সাদকা দেওয়ার সাওয়াব।

হাদিসটি পাবেনঃ- সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন  ২১/ যাকাত অধ্যায়। 


এটিও পড়ুন, ভালো লাগবেঃ- 


Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*