গর্ভাবস্থায় খারাপ স্বপ্ন দেখলে করণীয়।
সাধারণত মানুষ সর্বাবস্থায় স্বপ্ন দেখে থাকে।ঠিক তেমনি গর্ভাবস্থায় ও বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকে। গর্ভাবস্থায় স্বপ্ন দেখেছেন বলে এর মানে অন্য কিছু এমনটি ভাবার দরকার নেই। তবে কিছু স্বপ্ন আছে যার মাঝে কিছু আপনার জন্যে সংকেত থাকতে পারে বা সতর্কতা মুলুক কিছু ইঙ্গিত থাকতে পারে। স্বপ্ন নিয়ে নিচের পোস্টটি পড়ুন।
এটিও পড়ুন ভাল লাগবে।